Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মা সেতু চীনা উদ্যোগের অংশ নয়’

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২২ ০৯:২০

ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদ্মা সেতু চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ নয়। এই সেতু তৈরিতে বিদেশি সাহায্যও নেওয়া হয়নি।

শুক্রবার (১৭ জুন) রাতে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু মহল পদ্মা সেতু বিদেশি অর্থায়নে তৈরি হয়েছে এবং এটাকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দ্ব্যার্থহীনভাবে বলতে চায় গোটা সেতুটি বাংলাদেশ সরকারের অর্থায়নে তৈরি এবং কোনও দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থা এতে আর্থিক অবদান রাখেনি। দেশি-বিদেশি নির্মাণ কোম্পানিগুলোর মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘বেল্ট অ্যান্ড রোড’ হলো চীনের উদ্যোগে শুরু হওয়া এমন এক কৌশল যাতে এশিয়ার সঙ্গে সরাসরি আফ্রিকা ও ইউরোপের সড়ক ও সমুদ্র যোগাযোগ তৈরি করা হবে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিসহ বাণিজ্য ও অর্থনীতির গতি বাড়ানোই এই ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের লক্ষ্য।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর