আসামে বন্যায় ৫৪ জনের মৃত্যু, মেঘালয়ে ১৯
১৮ জুন ২০২২ ১১:৫৭
ঢাকা: ভারতের আসাম রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বরাত দিয়ে এবিপি আনন্দ এ তথ্য প্রকাশ করেছে। আসামের হোজাই, নলবাড়ি, বাজালি, ধুবরি, কামরুপ, কোকড়াঝাড়, সোনিতপুর জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে শুক্রবার (১৭ জুন) ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। শনিবার পর্যন্ত স্থানীয় প্রশাসন সূত্র বলছে, গত দুই দিনে মেঘালয়ে মৃত্যুর সংখ্যা ১৯।
আসামের রাজ্যসরকারের তথ্য অনুযায়ী, বন্যায় ২ হাজার ৯৩০টি গ্রাম ডুবে গেছে। ওই রাজ্যের বেকি, মানস, পালগাদিয়া, পুথিমারি, জিয়া ভারালি, কপিলি ও ব্রহ্মপুত্র নদ-নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে বইছে। আসামের নবগঠিত জেলা বাজালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৯ লাখ মানুষ।
আসাম রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, বরপেতা, বিশ্বনাথ, কাছাড়, দারাং, গোলপাড়া, গোলাঘাট, জোরঘাট, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মজুলি, নগাঁও, শোনিতপুরের মতো জেলায় ৭ লক্ষ ১৯ হাজার ৫৪০ জন ক্ষতিগ্রস্থ হয়েছেন।
টানা তৃতীয় দিনের মতো জলাবদ্ধতার কারণে আসামের রাজধানী গুয়াহাটির বেশিরভাগ এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুয়াহাটি শহরেও বেশ কয়েকটি ভূমিধসের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত আসাম ও মেঘালয়ে স্বাভাবিকের চেয়ে ২৭২ মিলিমিটার অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। রাজ্য দুটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।
সারাবাংলা/আইই