Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ডুবেছে রেলওয়ে স্টেশন পার্কিং

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ১১:৩৭

ঢাকা: টানা দুই দিনের বন্যা ও ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। পানির নিচে চলে গেছে সিলেট রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকা এক এবং দুই নম্বর রেললাইন।

তবে, তিন ও চার নম্বর লাইন এলাকা শুকনো থাকায় সে লাইনে দুইটি ট্রেন চলাচল করছে। সিলেট রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন ১৬ জুন থেকে রেলওয়ে স্টেশনে পানি ঢুকতে শুরু করে। এরপর বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে গেছে। জেনারেটরের মাধ্যমে সেখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া সিলেট-ছাতক রেললাইনের বিশ্বনাথ ও ছাতকের কিছু অংশ পানিতে ডুবে গেছে। সে কারণে ছাতক পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/জেআর/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর