Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলের শিখ মন্দিরে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২ ১৪:৩১

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মন্দির কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

শনিবার (১৯ জুন) স্থানীয় সময় সকালের দিকে ঘটা ওই বিস্ফোরণে অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময় মন্দিরের ভেতর তখন জনা তিরিশেক লোক ছিলেন। তাদের কতজন বেঁচে আছেন, কতজন মৃত তা জানা যায়নি। তালেবান সদস্যরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে।

এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছিল, এতে দুই জন আহত হয়। গাড়িটি তাদের লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে একাধিক হামলার ঘটনা ঘটেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট যার কয়েকটির দায়ও স্বীকার করেছে।

প্রসঙ্গত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে খুবই অল্প পরিমাণ শিখ বাস করেন। তালেবান ফের ক্ষমতায় আসার সময় অনেকে দেশটি ছেড়ে চলেও গেছেন বলে সম্প্রদায়টির অনেক সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সারাবাংলা/একেএম

কাবুলে বিস্ফোরণ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর