Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টিতে জলজট, ভোগান্তি চট্টগ্রামে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ১৭:১২ | আপডেট: ১৮ জুন ২০২২ ১৮:৩৭

চট্টগ্রাম ব্যুরো: বর্ষা মৌসুমের শুরুতেই টানা দুইদিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরজীবনে ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় বসবাসরত এবং অফিসগামী লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) ভোর থেকে চট্টগ্রাম নগরী এবং আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। কখনো হালকা, কখনো আবার টানা ভারী বৃষ্টিপাত হয়। বিকেল থেকে কয়েক দফা ভারী বৃষ্টির কারণে নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, চান্দগাঁও, পাঁচলাইশের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এরপর কয়েক দফা বৃষ্টিপাত হয়, যা শনিবার সকাল থেকেও থেমে থেমে অব্যাহত আছে। এর ফলে সকাল থেকে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেল তিনটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশীদ সারাবাংলাকে বলেন, ‘মৌসুমি বায়ূ সক্রিয় থাকায় চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে।’

টানা বৃষ্টির কারণে নগরীর বাদুরতলা, এক কিলোমিটার, বাকলিয়া, কেবি আমান আলি রোড, বহদ্দারহাট, মাইজপাড়া, টেক্সটাইল, বিজয়নগর, কাপাসগোলা, হালিশহর, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, শুলকবহর, কাতালগঞ্জ, চকবাজার, ফিরিঙ্গিবাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরীর চট্টেশ্বরী রোডে শনিবার সকালে একটি সীমানা দেয়াল ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিটি করপোরেশনের কর্মীরা দেয়ালের ভাঙ্গা অংশ সরিয়ে নেয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশনের চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী সারাবাংলাকে বলেন, ‘কয়েকটি এলাকায় জলাবদ্ধতা হয়েছিল। তবে বৃষ্টি থেমে যাবার পর পানিও নেমে গেছে। কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের আওতায় কয়েকটি খাল ও ড্রেনে বাঁধের কারণে পানি নামতে পারছিল না। এরকম পাঁচটি স্পট থেকে আমরা বাঁধ কেটে দিয়েছি। নাসিরখাল, টেক্সটাইল, মাইজপাড়া, এক কিলোমিটার, বিজয়নগর এলাকায় ড্রেন থেকে বাঁধ সরিয়ে আমরা পানি চলাচল স্বাভাবিক করেছি।’

এদিকে টানা বৃষ্টির মধ্যে শুক্রবার রাতে নগরীর আকবর শাহ থানা এলাকায় পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নগরীর টাইগারপাসে নগর ভবনে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে দ্রুত মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষে জানানোর অনুরোধ করেছেন। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বর- ০১৭১৭-১১৭৯১৩ এবং ০১৮১৮-৯০৬০৩৮।

এদিকে পাহাড় ধসে প্রাণহানির পর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন সরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে নগরীর আকবর শাহ এলাকায় পাহাড়ধসের স্থান পরিদর্শনের পর জেলা প্রশাসক বলেন, ‘পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে আমরা প্রতিবছর অভিযান পরিচালনা করি। কিন্তু উচ্ছেদ করার পরও শুকনো মৌসুমে তারা আবার ফিরে আসেন। পাহাড়গুলো যাদের মালিকানাধীন, তারা যদি উচ্ছেদের পড়ে নিজেদের দখলে না রাখে এবং অবৈধ বসবাসকারীদের সরিয়ে না দেয়, তাহলে জেলা প্রশাসনের একার পক্ষে কোনদিনই অবৈধ বসবাসকারীদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব নয়। ফলে হতাহতের ঘটনা চলতেই থাকবে।’

ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দু’তিনদিন ভারি বর্ষণ হবে। যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তারা আশ্রয়কেন্দ্রে চলে আসুন। আমাদের ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা আছে। যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন সবাইকে ততদিন সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে। যারা আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদের জন্য ৫ লাখ টাকা আর ১০ টন চাল বরাদ্দ করা হয়েছে।’

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি আশ্রয়কেন্দ্রের একটি তালিকা দেয়া হয়েছে। এগুলো হল- পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়াড পি-ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ কলোনি প্রাথমিক বিদ্যালয়, বায়তুল ফালাহ আদর্শ মাদরাসা, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রউফাবাদ আলিম মাদরাসা, মহানগর পাবলিক স্কুল, আল হেরা মাদরাসা, আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব, আমিন জুট মিল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালখান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, এবাদউল্লাহ পন্ডিত সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদনগর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, কলিমউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় এবং মতিঝর্ণা ইউসেফ স্কুল।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম জলজট টপ নিউজ

বিজ্ঞাপন

মেলার ৯ম দিনে নতুন বই এসেছে ৯৭টি
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮

আরো

সম্পর্কিত খবর