‘ইভিএম নয়, ভোটের ফল পাল্টে দিয়েছে প্রিজাইডিং কর্মকর্তারা’
১৮ জুন ২০২২ ১৭:৫১
পটুয়াখালী: সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পটুয়াখালীর কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থী এবং এক সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াকাটা প্রেসক্লাবে তিন দফায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলার ৭নং লতাচাপলী ইউনিয়নে গত ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আনছার উদ্দিন মোল্লাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে অপর দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের (স্বতন্ত্র) মো. শফিকুল আলম ও ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. মোসলেম মুসুলি মুছা ইভিএম নয়, প্রিজাইডিং অফিসারদের কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তারা আরও বলেন, ‘ইভিএমের প্রিন্ট কপি পুলিং এজেন্টদের না দেখিয়ে মৌখিকভাবে মো. আনছার উদ্দিন মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’
একই অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ওই ইউনিয়নের পরাজিত সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মাসুমা আকতার নাসরীন (কলম প্রতীক)।
তবে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুর রশীদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সারাবাংলা/এমও