ময়মনসিংহ: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
শনিবার (১৮ জুন) দুপুরে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন সরকার জানান, গতকাল রাতে পাহাড়ি ঢলে খাগগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলীর বাড়িসহ দুটি বাড়ি ভেসে গেছে।
ধোবাউড়া উপজেলার নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, ঘোষগাঁও নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, ঘোষগাঁও ও পুরাকান্দুলিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়ভাবে তাদেরকে শুকনো খাবার সহায়তা করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে ১০ টন চাল ও ২ লাখ টাকা সাহায্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।