Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজে তেলের ট্যাংকে নেমে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ১৮:২৪

চট্টগ্রাম ব্যুরো: বিদেশি জাহাজে তেলের ট্যাংকে নেমে অসুস্থ হয়ে ভারতীয় দুই নাবিকের মৃত্যু হয়েছে। তেলের ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার (১৭ জুন) বিকেলে ডেনমার্কের পতাকাবাহী এমটি নর্ড ম্যাজিক নামে একটি অয়েল ট্যাংকারে এ ঘটনা ঘটে।

দুই নাবিকের মধ্যে একজন শুক্রবার সন্ধ্যায় এবং আরেকজন শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানিয়েছে।

মৃত যীশু রাজ (২৯) ও অখিল শেখর (২৬) ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মোহাম্মদী টেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আরিফ মাহমুদ জানিয়েছেন, গত ১৫ জুন দুপুর আড়াইটায় অয়েল ট্যাংকারটি সয়াবিন তেল নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় পারকি সমুদ্র সৈকতের কাছে নোঙ্গর করে। জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন। এদের মধ্যে ২১ জন ভারতীয়, একজন ডেনিশ, দু’জন ফিলিপাইনের এবং একজন লুথিয়ানার নাগরিক।

দুইদিনে তেল খালাস শেষ করে জাহাজটি সেখানে অবস্থান করছিল। শুক্রবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে দু’জন ভারতীয় নাবিক গভীরতা পরীক্ষার জন্য তেলের ট্যাংকে নামেন। কিছুক্ষণ পর দু’জনকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জাহাজের দ্বিতীয় কর্মকর্তা মাহেন্দ্রা এম্বার বিষয়টি স্থানীয় শিপিং এজেন্ট ও কোস্টগার্ডকে অবহিত করেন। বিষয়টি পতেঙ্গা থানা পুলিশকেও অবহিত করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘অচেতন অবস্থায় দুই নাবিককে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যীশুকে মৃত ঘোষণা করেন। অখিলকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ (শনিবার) ভোর ৫টার দিকে তিনি মারা যান। মৃতদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি, তেলের ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে মারা গেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

জাহাজ তেলের ট্যাংক ভারতীয় নাবিক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর