Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্যার্তদের চিকিৎসা সেবায় সারা দেশে ১৪০টি মেডিকেল টিম গঠন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ২০:১৪

মানিকগঞ্জ: বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা দিতে কারণে সারাদেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ওই মেডিকেল টিম প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে গিয়ে সেবা দেবে এবং ঢাকায় একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে তারা মনিটরিং করবেন।’

শনিবার (১৮ জুন) বিকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ হল রুম মিলনায়তনে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশেষ করে সিলেটে জেলা, উপজেলাগুলোতে একটি করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মধ্যে ডিসি, এসপি, সিভিল সার্জন, নার্স ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছে। কমিটির সবাই মিলে কাজ করছেন। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ অন্যান্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছে কমিটি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা, স্পিড বোটসহ যেকোনো বাহনের মাধ্যমে তারা মানুষকে সেবা দিচ্ছে।’

বন্যার পানিতে সিলেটের হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘চিকিৎসা দেওয়া কষ্ট হচ্ছে। সিলেট মেডিকেল কলেজেও বন্যার পানি ঢুকে গেছে, সেখানে বিদ্যুৎ নাই। জেনারেটরের মাধ্যমে আমরা হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে, করোনার জন্য আমাদের সজাগ হতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই আপনারা বুস্টার ডোজ নিয়ে নিবেন। যতটুকু পারেন, সাবধানে থাকবেন।’

বিজ্ঞাপন

জেলা মহিলা লীগের সভাপতি নিনা রহমানের সভাপতিত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ -১ আসনের সাংসদ এএম নাঈমূর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

বন্যা মেডিকেল টিম স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর