Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রা শুরু করলো ‘ইয়েস টু ইয়ং’

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২২ ২২:৩৮ | আপডেট: ১৯ জুন ২০২২ ০০:৫৮

ঢাকা: ‘তরুণদের জন্য আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে ‘ইয়েস টু ইয়ং’ নামে নতুন উদ্যোগ যাত্রা শুরু করলো। ‘সফলতার জন্য পার্সোনাল ব্রান্ডিং’ নিয়ে আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে শুরু হলো ‘ইয়েস টু ইয়ং’ এর যাত্রা।

শনিবার (১৮ জুন) সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল ফারগো ফুড, বাংলাদেশ অ্যাকাডেমি অব ডায়েটিক অ্যান্ড নিউট্রিশন ও পজিটিভ বাংলাদেশ।

পার্সোনাল ব্রান্ডিং প্রাক্টিশনার মুহাম্মাদ আলতামিশ নাবিল পুরো ওয়ার্কশপটি পরিচালনা করেন। যেখানে তিনি অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।

এছাড়া ওয়ার্কশপে কমুনিকেশনের ধারণা দেন ডিডব্লিউ অ্যাকাডেমির ট্রেনার মাঈনুল ইসলাম খান ও সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ নেটওয়ার্ক তৈরি নিয়ে কথা বলেন মোজো স্পেশালিস্ট মাকসুদা আজিজ।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে ‘ইয়েস টু ইয়ং’ এর উদ্যোক্তা জিমি আমির বলেন, “তরুণরা আগামীর ভবিষ্যৎ। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের ভবিষ্যত তৈরিতে সহায়তা করাই ‘ইয়েস টু ইয়ং’ মূল উদ্দেশ্য। বর্তমান বিশ্বে নতুন দক্ষতার মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। এইসব দক্ষতার সঙ্গে দেশের তরুণদের পরিচিত ও অভ্যস্ত করে তোলা হবে।”

‘ইয়েস টু ইয়ং’ এর সহ উদ্যোক্তা জাফর সিদ্দিকী রোমান সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

সারাবাংলা/এমও

ইয়েস টু ইয়ং যাত্রা শুরু

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর