Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২ ০৯:৫০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার (১৮ জুন) সকালের দিকে একটি ড্রোন থেকে গাজা উপত্যকার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এর পরপরই ইসরাইলি যুদ্ধবিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাংশের জয়তুন শহরের মালাকা স্থাপনায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইল। হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। এছাড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহরের একটি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইল।

বিজ্ঞাপন

ইসরাইলের দাবি, হামাস ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে।

সারাবাংলা/আইই

ইসরাইল টপ নিউজ ফিলিস্তিন

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর