Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাকবলিত এলাকায় প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৬:১৪

ঢাকা: পাহাড়ি ঢল আর বন্যার কারণে দেশের যেসব এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে সেগুলোর শ্রেণি কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (১৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের সই করা অফিস আদেশ এই নির্দেশ দেন।

আরও পড়ুন: করোনায় শিক্ষাখাতে বড় বিপর্যয় দেখছেন শিক্ষাবিদরা

নির্দেশনায় বলা হয়েছে- সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে। বাস্তবতার নিরিখে এসব জলমগ্ন বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন: বন্যা ও পাহাড়ি ঢলে শিক্ষাখাতে নতুন বিপর্যয়

জলমগ্ন বিদ্যালয়ে শ্রেণি পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ রাখবেন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বন্যাকবলিত এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন মাঠ পর্যায়ের শিক্ষকসহ সব কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন বলে নির্দেশনায় বলা হয়।

সারাবাংলা/টিএস/একে

প্রাথমিক বিদ্যালয় বন্যা শ্রেণি কার্যক্রম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর