Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা-সিলেট রেল যোগাযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৬:২১

ঢাকা:  বন্যার পানি নামতে শুরু করায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার (১৯ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে রেললাইন ডুবে যায়। ফলে শুক্রবার রাত থেকেই সিলেট থেকে বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর পানির পরিমাণ বাড়লে শনিবার সবগুলো রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়।

সিলেট বিভাগীয় ট্রান্সপোর্ট কর্মকর্তা খায়রুল কবিরের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই রেলস্টেশনের পানি কমতে শুরু করেছে। ফলে তিনটি লাইন আপাতত ব্যবহারের উপযোগী হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে উজান থেকে নেমে আসা ঢলে চরমভাবে প্লাবিত হতে থাকে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চল। যা গত দুই দিনে আরও অবনতি হয়। সিলেট ও সুনামগঞ্জে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানির স্তর বেড়ে যাওয়াও সিলেটের সঙ্গে সড়ক, রেল ও বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। যা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

ঢাকা-সিলেট রেল যোগাযোগ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর