Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৭:৫৯

যশোর: বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ জুন) সকালে নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক সোনা পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামানকে তল্লাশি করে ১০টি সোনার বারসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনাগুলো বেনাপোল দিয়ে সে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করেছে। মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

জব্দ করা সোনার সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

বেনাপোল ভারতে পাচার সোনা

বিজ্ঞাপন

আম বেগুনের খাট্টামিঠা
২৪ মে ২০২৫ ১৬:৩৫

আরো

সম্পর্কিত খবর