‘গো হোম ক্যাম্পেইন’: ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ
১৯ জুন ২০২২ ১৮:২১
কক্সবাজার: দ্রুত প্রত্যাবাসনসহ ৮ দফা দাবি নিয়ে ‘গো হোম ক্যাম্পেইন’ উপলক্ষে ক্যাম্পে ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। রোববার (১৯ জুন) উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামীকাল ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। সমাবেশে তারা অবিলম্বে প্রত্যাবাসন শুরু করা, গণহত্যার বিচারসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবি বাস্তবায়নে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয় সমাবেশে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ‘রোহিঙ্গারা নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানাচ্ছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।’
ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের ‘গো হোম ক্যাম্পেইন’, পেছনে কারা?
ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন জানান, ক্যাম্পের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ৮ এপিবিএনের তৎপরতা সবসময় অব্যাহত আছে।
এর আগে, ২০১৯ সালের ২৫ আগস্ট ক্যাম্পে প্রথমবারের মতো বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস ফর হিউম্যান রাইটস এআরএইসপিএইচ এর সভাপতি মাস্টার মুহিববুল্লাহর নেতৃত্ব দিয়েছিলেন। এর জেরেই সন্ত্রাসীদের হাতে নিহত হন তিনি।
সারাবাংলা/এমও