সুনামগঞ্জে আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার
১৯ জুন ২০২২ ২২:০২
সিলেট: সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২১ জনকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। গত ১৫ জুন থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের প্রত্যন্ত এলাকায় আটকা পড়েছিলেন ওই শিক্ষার্থীরা।
রোববার (১৯ জুন) সকালে তাদের উদ্ধারের পর সিলেটের নিয়ে আসা হয়েছে। ভয়াবহ বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
উদ্ধারের পর সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। সেখান থেকে গাড়িতে করে তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকা পড়েছেন ঢাবির ২১ শিক্ষার্থী
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা বলেন, বন্যা পরিস্থিতির মধ্যে তারা অত্যন্ত বাজে অবস্থায় আটকা পড়েছিলেন। এ অবস্থায় বেঁচে ফিরতে পারবেন, এমন আশাও তারা অনেকে ছেড়ে দিয়েছিলেন।
এদিকে, রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও ১০০ শিক্ষার্থীকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরের দিকে তাদেরও ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর