Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উদ্ধারকাজে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৭:৪৫

সিলেট: বানভাসি মানুষকে উদ্ধারে যা যা করা প্রয়োজন, সবই সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। এর মধ্যেও সেনাবাহিনীর সদস্যরা সর্বান্তকরণে চেষ্টা করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না।

রোববার (১৯ জুন) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।

এসময় জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, এখানে কষ্টের দিকে তাকালে হবে না। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও কাজ করতে হবে। যা কিছু করণীয়, সেনা সদস্যরা সব করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বন্যা কবলিত এলাকায় আটকে পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানান সেনাপ্রধান। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু শিক্ষার্থীও বন্যায় আটকে পড়েছিলেন। তাদেরও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

সেনাপ্রধান বলেন, উদ্ধার অভিযান সেনাবাহিনী সর্বোচ্চ দিয়ে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। যারা আটকে ছিল, তাদের উদ্ধারে চেষ্টা চলছে। প্রচণ্ড স্রোত ও অবিরাম বৃষ্টির মধ্যেও সেনাসদস্যরা জীবন বাজি রেখে কাজ করছেন।

এসময় সেনাপ্রধান বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। তিনি আরও জানান, চলমান পরিস্থিতিতে হেলিকপ্টার দিয়ে চলাচলও কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টার চলাচল করতে পারলে তিনি এরপর সুনামগঞ্জেও যাবেন।

সারাবাংলা/টিআর

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর