Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১২:৩৯

চট্টগ্রাম ব্যুরো: টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম নগরীর একটি ভবনের নিচতলায় জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ভবনের তত্ত্বাবধায়ক আবু তাহের (৬৫) ও গাড়িচালক মো. আবুল হোসেন (৩৮)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে জানান, টানা বৃষ্টিতে তিনতলা ভবনটির নিচতলা জলমগ্ন ছিল। নিচতলায় কেউ ছিলেন না। সকালে তাহের ও হোসেন আইপিএস’র সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন।

পরে তাদের উদ্ধার করে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র অফিসার মো. শহীদুল ইসলাম জানান, ভবনের সিঁড়ির নিচে ছিল আইপিএস। পানার নিচে থাকা আইপিএস’র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছিলেন তারা। সংযোগ খোলার পর পানিতে বিদ্যুতায়িত হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ভবনের বাসিন্দারা হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাহেরকে সিঁড়ির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনদিন ধরে টানা বৃষ্টির মধ্যে রোববার রাতে নগরীর অধিককাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। জোয়ার শেষে সকালের দিকে অধিকাংশ এলাকা থেকে পানি সরলেও কিছু নিচু এলাকায় এখনও পানি রয়ে গেছে।

তবে সোমবার ভোর থেকে বৃষ্টি থেমেছে চট্টগ্রামসহ আশপাশের এলাকায়। কিন্তু আকাশ এখনও মেঘলা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর