Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে তেল সরবরাহে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২ ১৭:২২

সৌদি আরবকে টেক্কা দিয়ে চীনের অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে রাশিয়া। বছরের ব্যবধানে চীনে রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহ ৫৫ শতাংশ বেড়ে মে মাসে রেকর্ড উচ্চতায় উঠেছে।

ইউক্রেনে অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে কমদামে অপরিশোধিত তেল সরবরাহ করছে মস্কো, অর্থ সাশ্রয়ের জন্য অনেক তেল পরিশোধনাগরই এই সুযোগ নিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ব সাইবেরিয়া প্রশান্ত মহাসাগরীয় পাইপলাইনসহ রাশিয়ার ইউরোপীয় ও দূর প্রাচ্যের বন্দরগুলো থেকে জাহাজযোগে সরবরাহ নিয়ে রাশিয়া থেকে চীনের মোট তেল আমদানি প্রায় ৮৪ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে।

এটি দৈনিক প্রায় ১৯ লাখ ৮০ হাজার ব্যারেলের (বিপিডি) সমান এবং এপ্রিলের দৈনিক আমদানি ১৫ লাখ ৯০ হাজার থেকে এক চতুর্থাংশ বেশি। ১৯ মাস পর বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারকদের শীর্ষ সরবরাহকারীদের তালিকায় রাশিয়া আবার ফিরে এসেছে। এতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তাদের তেলের ক্রেতা খুঁজে পেয়েছে, যদিও তাদের দাম কমাতে হয়েছে।

সারাবাংলা/একেএম

চীন টপ নিউজ রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর