Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতা সাইফুল আলম নীরবের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ২০:০১

ঢাকা: রাজধানীর কাফরুল থানায় পুলিশের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ দুজনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া অপর আসামি হলেন মজনু মিয়া। আগামী ছয় মধ্যে আসামিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সোমবার (২০ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন আইনজীবী নুরে আলম সিদ্দিকী (সোহাগ)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

আদেশের পর আইনজীবী নূরে আলম সিদ্দিকী সোহাগ জানান, গত ২০ মে রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর কাফরুল থানা পুলিশ গত ২১ মে কাফরুল থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ১৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

আজ (২০ জুন) এ মামলায় শুনানি শেষে আদালত আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। এবং এ সময়ের মধ্যে তাদের ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

সারাবাংলা/কেআইএফ/একে

জামিন যুবদল নেতা সাইফুল আলম নীরব হাইকোর্ট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর