স্বপ্ন, পদ্মা, সেতুকে সোনার মালা উপহার দিলেন প্রধানমন্ত্রী
২০ জুন ২০২২ ২১:১৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে এক নারী একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার পর তাদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। বিকেলে বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে গিয়ে জানান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। একইসঙ্গে উপহার হিসেবে এক ভরি করে তিনটি পৃথক সোনার মালা, ফলমূল ও পোশাক পেয়েছে ওই তিন নবজাতক।
এসময় সঙ্গে ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী অ্যানি বেগম ওই সময় তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন।
এর আগে, গত ১৮ জুন নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ের জন্ম দেন অ্যানি বেগম। আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় ‘স্বপ্নের পদ্মা সেতু’। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।
নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সারাবাংলা/এমও