Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ৪র্থ তলার আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১৯:১২

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল আজাদ সারাবাংলাকে জানান, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পেয়েই মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে, সেটি তদন্ত না করে বলার সুযোগ নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

সারাবাংলা/ইউজে/টিআর

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর