ঢাকা: মিডিয়া সেল গঠন করেছে বিএনপি। সোমবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতি অনুযায়ী মিডিয়া সেলের আহ্বায়ক করা হয়েছে দলের নির্বাহী সদস্য জহির উদ্দিন স্বপনকে আর সদস্য সচিব করা হয়েছে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে।
মিডিয়া সেলের সদস্যরা হলেন— শাম্মী আক্তার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ব্যারিস্টার রুমিন ফারহানা, কাদের গণি চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আলী মাহমুদ (দিনকাল), আতিকুর রহমান রুমন এবং শায়রুল কবির খান।