Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জৈন্তাপুরে উজানের ঢলে ভেসে যাওয়া মা-ছেলের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১২:১৮ | আপডেট: ২১ জুন ২০২২ ১৪:৫৭

সিলেট: জৈন্তাপুর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তারা উজানের ঢলে তলিয়ে গিয়েছিলেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২১ জুন) সকালে পুলিশ গিয়ে দরবস্ত ইউনিয়নের ছাতাইরখা হাওর থেকে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- মহালীখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন্নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৫)।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজন দুটি লাশ পানিতে ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জৈন্তাপুরের উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানান, গত শুক্রবার নাজমুন্নেছা ছেলে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে একই এলাকার আমিরাবাদ গ্রামে মেয়ের বাড়ি গিয়েছিলেন। ফেরার পথে উজানের তীব্র ঢলে তারা রাস্তা থেকে হাওরে পড়ে যান। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তারা বেচে আছেন, না মারা গেছে কেউ বলতে পারেননি। মঙ্গলবার লাশ পানিতে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন।

সারাবাংলা/এএম

উজানের ঢল জৈন্তাপুর টপ নিউজ বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর