Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বন্যায় ৬০ হাজার মানুষ পানিবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১৪:১৪

জামালপুর: উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ৩২টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এসব এলাকার অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।

বিজ্ঞাপন

এসব এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্ধ হয়েছে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে নিম্মাঞ্চলের বিভিন্ন ফসল। বেড়েছে সাপের উপদ্রুব।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, বন্যার পানি বৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসবে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিকেল টিম, ৪৬১টি আশ্রয়কেন্দ্র ও চার হাজার প্যাকেট শুকনো খাবার।

সারাবাংলা/এসএসএ

জামালপুর বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর