Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তলিয়ে গেছে ৭০ হাজার পুকুর-মৎস্য খামার, ক্ষতি ১৬০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১৯:০৮

ঢাকা: বন্যায় সারাদেশে প্রায় ৭০ হাজার পুকুর ও মৎস্য খামার তলিয়ে গেছে। এতে খামারিদের ক্ষতির পরিমাণ ১৬০ কোটি টাকার বেশি। তবে প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে। মঙ্গলবার (২১ জুন) মৎস্য অধিদফতর প্রাথমিক ক্ষয়ক্ষতির এই হিসাব জানিয়েছে।

জানতে চাইলে মৎস্য অধিদফতরের মহাপরিচালক মাহবুবুল হক সারাবাংলাকে বলেন, ‘সারাদেশে ৬৯ হাজার ৬১০টি পুকুর ও মৎস্য খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া পুকুরের জমির পরিমাণ ৯ হাজার ৩৭২ হেক্টর। এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫০ হাজার ৭২১ জন খামারি। আর্থিক ক্ষতির পরিমাণ ১৬০ কোটি ৪১ লাখ ৯১ হাজার টাকা।’

বিজ্ঞাপন

তিনি জানান, সবেচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিলেট বিভাগে। জেলার ৩০ হাজার ২৫৫টি পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। সুনামগঞ্জে ডুবেছে ৮ হাজার ৬৬৫টি পুকুর।

জানা গেছে, দেশের প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে মাছ চাষে যুক্ত। দেশে বদ্ধ জলাশয়ের পরিমাণ প্রায় ৮ লাখ হেক্টর। উন্মুক্ত জলাশয়ের পরিমাণ ৪০ লাখ হেক্টরে কাছাকাছি। দেশে হ্যাচারির সংখ্যা ১ হাজার ছুঁই ছুঁই। তবে মোট মৎস্য খামারের সংখ্যা নিয়ে সঠিক তথ্য নেই।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

পুকুর মৎস্য খামার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর