প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১১:০৫ | আপডেট: ২২ জুন ২০২২ ১১:৫২
২২ জুন ২০২২ ১১:০৫ | আপডেট: ২২ জুন ২০২২ ১১:৫২
ঢাকা: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জুন) সকাল ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের সিলেট বিভাগসহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি তুলে ধরছেন। বন্যা পরিস্থিতিতে সরকারের উদ্ধার ও ত্রাণ তৎপরতার তথ্যও তুলে ধরছেন তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবারই (২১ জুন) সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে তিনি সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা ঘুরে দেখেন। পরে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় বন্যায় করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
সারাবাংলা/এনআর/টিআর