Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২ ১১:৩৫ | আপডেট: ২২ জুন ২০২২ ১৩:৪৮

ছবি: বিবিসি

আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বুধবার (২২ জুন) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়। খবর বিবিসি ও আলজাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানের পূর্বাংশের কিছু অংশ এবং পাকিস্তানের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন

ইউএসজিএস’র তথ্য মতে, ভূমিকম্পটি উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে এবং ৫১ কিলোমিটার গভীরে ছিল।

দেশটির একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বিবিসি’কে জানায়, নিহতের সংখ্যা ২৫০ জনের বেশি এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সারাবাংলা/এনএস

আফগানিস্তান টপ নিউজ ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর