ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলালের ৬ সপ্তাহের জামিন
২২ জুন ২০২২ ১৫:৩১
ঢাকা: খুলনায় আওয়ামী লীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
২০২১ সালের ১৩ ডিসেম্বর আলালের বিরুদ্ধে এ মামলা করেছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এই মামলা দায়ের করেন।
মামলায় আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটুক্তি করেন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ