Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর উদ্বোধন: দাওয়াত পেলেন বিএনপির ৭ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৬:৫২ | আপডেট: ২২ জুন ২০২২ ১৮:৪৯

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দাওয়াত পেলেন দলটির সাত শীর্ষ নেতা। তবে এ তালিকায় নাম নেই খালেদা জিয়ার।

বুধবার (২২ জুন) সেতু বিভাগের উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত কার্ড পৌঁছে দেন। তার হাত থেকে দাওয়াত কার্ড গ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বিএনপির সাত নেতা- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নামে ওই দাওয়াতপত্র দিয়েছে সেতু বিভাগ।

কার্ড হস্তান্তরের সময় দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘আমি সেতু বিভাগের পক্ষ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কার্ড দিতে এসেছি।’

এদিকে, নিজ হাতে কার্ড গ্রহণ করলেও রুহুল কবির রিজভ সাংবাদিকদের বলেন, ‘আমরা এই কার্ড রিসিভ করিনি, কিছু না। আমি অফিসে বসেছিলাম, জাস্ট তারা দিয়ে গেছেন। ব্যাস। সেতু বিভাগের কর্মকর্তা দিয়ে গেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।‘

নয়া পল্টনে কার্ড দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ দাওয়াত পদ্মা সেতুর উদ্বোধন বিএনপি

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর