নকশা জালিয়াতি: রাজউকের মিজানুর ও সুকমলকে আত্মসমর্পণের নির্দেশ
২২ জুন ২০২২ ১৭:১৮
ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির ঘটনায় রাজউকের অথরাইজড অফিসার মো. মিজানুর রহমান ও সুকমল চাকমাকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলমান রাখতে এবং তা এক বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মিজানুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মুঞ্জুরুল হক। সুকুমার চাকমাকে পক্ষে ছিলেন আইনজীবী তাপস কুমার পাল ও মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম করি।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘এর আগে নকশা জালিয়াতির অভিযোগে মামলাায় আসামি মিজানুর রহমান মহানগর আদালত থেকে অব্যাহতি পেয়েছিল এবং সুকমল চাকমাকে দুদকের তদন্তকারী কর্মকর্তা মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন।’
পরবর্তী সময়ে মিজানুর রহমানের অব্যাহতির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দায়ের করে দুদক। শুনানি নিয়ে আদালত মিজানুরের অব্যাহতির আদেশ বাতিলে রুল জারি করে। অন্যদিকে সুকমল চাকমার অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে হাইকোর্ট সুয়োমোটো (স্বপ্রণোদিত) রুল দেন।
আজ শুনানি শেষে মিজানুর ও সুকমলের বিরুদ্ধে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ে তাদের এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এক বছরের মধ্যে বিচার শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম