Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ নিয়ে কোনো রাজনীতি নয়: রুহুল আমিন হাওলাদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৮:১৬

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির ত্রাণ কমিটির আহ্বায়ক এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ত্রাণ নিয়ে কোনো রাজনীতি হয় না। বন্যার্তদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না। তিনি বলেন, বন্যা দুর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা।

বুধবার (২২ জুন) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে দুর্গতদের পাশে থেকেছেন। ১৯৮৮ সালের প্রলয়ংকারী বন্যায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এক বুক পানির মাঝেও নিজ হাতে ত্রাণ বিতরণ করে গণমানুষের জন্য তার অনুরাগের প্রমাণ দিয়েছেন। দেশের মানুষ এখনও প্রতিটি দুর্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুসারী হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা বন্যার শুরু থেকেই স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। আমরা আরও ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করছি। জাতীয় পার্টি গণমানুষের রাজনৈতিক প্লাটফর্ম। জাতীয় পার্টি আজীবন গণমানুষের পাশে থাকবে। গণমানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি।

এ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

রুহুল আমিন হাওলাদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর