Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫৭০৮

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৮:১১

ঢাকা: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলঘোষণা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী।

বুধবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই ফলঘোষণা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্ম কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই ফলাফল ওয়েবসাইটে (http://bpsc.gov.bd/) প্রকাশ করা হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৪৪তম বিসিএসে আবেদন প্রক্রিয়ায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরীপ্রার্থী অংশ নিয়েছিলেন।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এবারও সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এবারের বিসিএসের কেন্দ্র ছিল।

সারাবাংলা/টিএস/টিআর

৪৪তম বিসিএস টপ নিউজ বিপিএসসি সরকারি কর্ম কমিশন

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর