Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের পর এসএসসি পরীক্ষা: শিক্ষা সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৮:৩১

ফাইল ছবি

ঢাকা: স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের দাখিল পরীক্ষা ইদের পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। সারাদেশে বন্যার কারণে শুক্রবার (১৭ জুন) এই পরীক্ষা স্থগিত করা হয়।

সচিব মো. আবু বকর ছিদ্দীক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, স্থগিত হওয়া এই পরীক্ষা ইদের পর নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, এসএসসির আয়োজন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হলে সেই পরীক্ষা আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে ইদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এছাড়াও এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে যাবে বলেও জানিয়েছেন শিক্ষা সচিব। এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। কারণ এসএসসি শেষ না করে এইচএসসি শুরু করা সম্ভব নয়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে কয়েক মাস পিছিয়ে গেলে ১৯ জুন থেকে এই বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা ঢল ও বন্যার কারণে এই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/এসএসএ

এসএসসি পরীক্ষা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর