Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু উদ্বোধনের দিন বুয়েটে ছুটি, মিষ্টি বিতরণ হবে ক্লাবে

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ১৭:১২ | আপডেট: ২৩ জুন ২০২২ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে আগামী ২৫ জুন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া ওই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাবে মিষ্টি বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) বুয়েট রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে ক্লাস বন্ধ রাখার তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন অনুষ্ঠেয় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এদিকে, শিক্ষকদের ক্লাবে মিষ্টি বিতরণের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির  ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, শিক্ষকদের ক্লাবে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। মিষ্টি বিতরণ হবে। সব শিক্ষক তো ক্লাবে যান না। যারা যাবেন, তাদের জন্য ব্যবস্থা থাকবে।

সারাবাংলা/আরআইআর/টিআর

টপ নিউজ পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর