চট্টগ্রামে হাতির দাঁতসহ গ্রেফতার ২
২৩ জুন ২০২২ ১৮:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে হাতির দাঁতসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২১ জুন) রাতে নগরীর চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেফতার দু’জন হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও শহিদুল আলম (৪০)। এদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি লক্ষীপুরের রামগতি ও শহিদুলের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।
র্যাবের চট্টগ্রাম জোনের হাটহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান সারাবাংলাকে জানান, গ্রেফতার দু’জন হাতির দাঁত কেনাবেচা চক্রের সদস্য। বিভিন্ন পাহাড়ি এলাকায় হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এমন চক্রের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তাদের কাছ থেকে দাঁত সংগ্রহ করে তারা বিক্রি করে।
হাতির দাঁত নিয়ে মঙ্গলবার রাতে চান্দগাঁওয়ে একটি বাসায় বিক্রির জন্য অপেক্ষমাণ অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা দাঁতের ওজন তিন কেজি ৪০০ গ্রাম। দাঁতের অংশটি মুখের ভেতরের। একে বলা হয় ‘মোলার টিথ’।
সারাবাংলা/আরডি/পিটিএম