হাজারীবাগে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, কসটেপে বাঁধা ছিল হাত
২৩ জুন ২০২২ ২১:৪০
ঢাকা: রাজধানীর হাজারীবাগের একটি বাসায় আকলিমা আক্তার নিলু (৭০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত কসটেপ দিয়ে বাধা ছিল। এই ঘটনায় অসুস্থ অবস্থায় আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন শামিমা বেগম (৪৮) ও তার ভাই বশিরুল হক (৫০)।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে হাজারীবাগ মনেশ্বর লেন ৩/৪ নম্বর বাসায় যায় পুলিশ। সেখানে নিলুকে মৃত অবস্থায় পায়। এবং দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
অসুস্থ শামিমার ভাতিজি জেসমিন হক বলেন, মনেশ্বরলেনে তাদের নিজেদের ডুপ্লেক্স বাড়ি। সেখানে একতলা দোতলা মিলে তারা থাকেন। তার দাদি নিলু সুত্রাপুরে থাকেন। গত ৬ দিন আগে হাজারীবাগের বাসায় বেড়াতে আসেন। বুধবার রাতে বশিরুল, শামিমা নিলু পাশে আরেক আত্মিয়র বাড়িতে যায়। সেখানে পুরি, জুস ও ফান্টা খায়। রাত ১২টার দিকে বাসায় আসে। কিছুক্ষণ পর বশিরুল অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে থাকে। পরে পাশের ফার্মেসি থেকে লোক ডেকে এনে চিকিৎসা করান এবং হাতে পায়ে তেল মালিশ করেন।
জেসমিন আরও জানায়, রাত ৩টার দিকে তাদেরকে নিচতলায় বাসায় রেখে দোতলায় চলে যাই। এ সময় ভেতর থেকে নিলু দরজা বন্ধ করে দেয়। সকাল পৌনে ৭টার দিকে দরজায় নক করে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। সকাল সাড়ে ৮টার দিকে দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত নিচে নামি। ভেতরে ঢুকে দেখি চাচা বাছিরুল দরজার পাশে দাঁড়িয়ে ঢুলছে। ফুফু শামিমা বমি করতেছে। কিন্তু দাদি নিলুকে দেখতে পাইনি। অনেক পরে আরেকটি কক্ষের মেঝেতে নিলু দাদিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় তার হাত, পা, ও মুখে কসটেপ লাগানো ছিল। আলমারির দরজা ভাঙা ছিল। ফুফু শামিমার ৩০ হাজার টাকাও পাওয়া যায়নি।
জেসমিন জানায়, তখন আশেপাশে থাকা অন্যান্য আত্মিয় স্বজনদের খবর দেওয়া হয়। বাসাতেই তাদেরকে তেঁতুল পানিসহ অন্যান্য চিকিৎসা করা হয়। এবং পরে পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়। ধারণা করা হচ্ছে— কেউ ঘরের মধ্যে ঢুকেছিল চুরির জন্য। দাদি নিলু দেখে ফেলায় তাকে মেরে ফেলে।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান জানান, দুপুরে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে মনেশ্বর লেনের ওই বাসা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করি। এ সময় কসটেপ দিয়ে হাত পা, মুখ বাঁধা ছিল এবং দুজনকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও জানান, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের ভাষ্যমতে ৫ তলা বাড়িটি বাশিরুল ও শামীমাদের। তাদের খালা নিলুফা থাকেন সূত্রাপুর। রাতে পাশের বাসায় কিছু খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরাই তাদেরকে ফার্মেসি থেকে ওষুধ এনে সেবন করায়। এ ছাড়া মাথায় পানি ঢালে, হাতে পায়ে তেল মালিশ করেন। তবে কারা, কেনো ওই নারীর হাত বা বেঁধেছে তা এখনও জানা যায়নি। অসুস্থ দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুইজন সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/একে