Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের টাকায় বানভাসিদের মাঝে খাবার বিতরণ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ২২:৫৯

লালমনিরহাট: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা থাকলেও বন্যা পরিস্থিতি বিবেচনায় সেই আয়োজন স্থগিত করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য বরাদ্দ টাকা দিয়ে তারা খাবার বিতরণ করেছেন বানভাসি মানুষের মধ্যে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদী তীরবর্তী এলাকা গোবর্ধন বাহাদুর পাড়াসহ বেশকিছু এলাকার বন্যার্তদের মধ্যে রান্না করা চার হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে অন্যান্য নেতারা উপস্থিতি থেকে এসব খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা এম‌ডি মিজানুর রহমান, সারপুকুর ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আ. জ‌লিল, মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীসহ অন্যরা।

এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, বন্যাকবলিত মানুষদের কষ্ট লাঘবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দুর্ভোগ লাঘবে তারা কাজ করছেন। আমাদের সবাইকেও বন্যার্তদের পাশে দাঁড়াতে বলেছেন।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হতাশ হওয়ার কিছুই নেই। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে।

সারাবাংলা/টিআর

আদিতমারী উপজেলা আ.লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বানভাসিদের খাবার বিতরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর