Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২২ ১৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই হ্রদে নিখোঁজ এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম মো. নুরুল আলম (৮০)।

শুক্রবার (২৪ জুন) সকাল ৯টার দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নুরুল আলম উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার বাঁশকেন্দ্র এলাকায় বসবাস করে আসছিল। স্থানীয়দের ধারণা, ঘাস কাটার সময় মাথা ঘুরে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু হতে পারে।

এ বিষয়ে শাহীনুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার নুরুল আলম প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বের হয়ে নিখোঁজ হয়ে যান। বিকালের মধ্যে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই বৃদ্ধের নৌকা ও ঘাসকাটার কাঁচি পাওয়া গেলেও ওনাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে আজ শুক্রবার সকালে বড়ঘোনা নামক এলাকার কাপ্তাই হ্রদ থেকে থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহীনুর রহমান।

সারাবাংলা/এনএস

কাপ্তাই হ্রদ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর