Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২২ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও তার পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন।

পরিবারের তিন সদস্যের মধ্যে আছেন— সিভিল সার্জনের স্ত্রী তাবাসসুম সুলতানা ও তার ছেলে এবং এক গৃহকর্মী।

সুজন বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘সিভিল সার্জন স্যারের তিন-চার দিন ধরে জ্বর ছিল। গতকাল (বৃহস্পতিবার) নমুনা পরীক্ষার ফলাফলে তিনিসহ চার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তবে চার জনই সুস্থ আছেন। উনারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। উনাদের সবার কোভিড ভ্যাকসিন নেওয়া আছে।’

কোভিড মহামারি যখন দেশে ঊর্ধ্বমুখী ছিল, তখনও সিভিল সার্জন সুস্থ ছিলেন। ফের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার শুরুতে তিনি প্রথমবারের মতো আক্রান্ত হলেন বলে জানিয়েছেন সুজন বড়ুয়া।

এদিকে, শুক্রবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন মহানগরীর এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫। একই সময় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ১।

বিজ্ঞাপন

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৮৭ জনে। মোট মারা গেছে ১ হাজার ৩৬২ জন।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রামের সিভিল সার্জন টপ নিউজ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর