Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা পাড়ে উৎসবের রঙ | ছবি


২৫ জুন ২০২২ ১৯:৫৫ | আপডেট: ২৫ জুন ২০২২ ২২:০৩

স্বপ্ন মিলল বাস্তবে। পদ্মার এপার-ওপার মিলে গেল সড়কে। দেশের দক্ষিণাঞ্চলের তিন কোটি মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা, স্বপ্নের সেই পদ্মা সেতুর দ্বার খুলল। নানা প্রতিবন্ধকতার মুখে অসীম সাহসিকতা দেখিয়ে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বঙ্গবন্ধুকন্যার হাতেই উদ্বোধন হলো পদ্মা সেতুর।

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য রাখার পর পদ্মা সেতুর নামফলক উন্মোচন এবং বঙ্গবন্ধু ও নিজের ম্যুরাল উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে যোগ দেন জাজিরা প্রান্তে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। এর মধ্যে পদ্মা সেতুর ওপরে দাঁড়িয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট অবলোকন করেন তিনি। পরে জাজিরা প্রান্তে লাখ লাখ জনতার সমাবেশে ভাষণ দেন।

বিজ্ঞাপন

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মাওয়া ও জাজিরা প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করছে বেশ ক’দিন ধরেই। শনিবার সকালে সে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পদ্মার দুই পাড়। সেই উৎসবের মুহূর্তগুলোর ছবিগুলো একনজরে দেখে নেওয়া যাক ক্যামেরার চোখে—

ওবায়দুল কাদের খন্দকার আনোয়ারুল ইসলাম জাজিরা প্রান্তে জনসভা টপ নিউজ পদ্মা সেতু পদ্মা সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে সুধী সমাবেশ স্বপ্নের পদ্মা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর