পদ্মা সেতু চালুতে বিক্রি বেড়েছে ভাঙ্গায়
২৬ জুন ২০২২ ১২:০২
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ভাঙ্গা থেকে: পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে স্বাভাবিকের চেয়ে ভিড় বেড়েছে। এতে কেনাবেচাও স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। দোকানদারদের দাবি, আগের তুলনায় রোববার সকালে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিক্রি বেড়েছে।
বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারা। ব্যবসায়ীরা মনে করেন, পদ্মা সেতুর কারণে ভবিষ্যতে কেনাবেচা আরও বাড়বে। কমে আসবে পরিবহণ খরচ। এলাকাটিতে কমবে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও।
ভাঙ্গা বাজারের মায়ের দোয়া হোটেল এন্ড বিরিয়ানি হাউজের কর্মচারী জাকির হোসেন সারাবাংলাকে বলেন, “আজকে দোকানে অনেক ভিড়। বেচাকেনাও অনেক বেশি। কাস্টমারদের জায়গা দেওয়া যাচ্ছে না। পদ্মা সেতু চালু হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। এ কারণে ভিড় বেশি, বিক্রিও বেশি।”
একই বাজারের বরিশাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজের মালিক কামরুল খান সারাবাংলাকে বলেন, “আজকে আগের চেয়ে বেচাকেনা বেশি। আগে তো পদ্মা সেতু ছিল না। কাল পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। ভাঙার মানুষ এতদিন খুব বিপদে ছিল। এখন আর সেই বিপদ নেই। এখন আমাদের সুদিন।”
তার আয় অন্তত ২০ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করে কামরুল খান আরও বলেন, “ছেলেমেয়েদের নিয়ে দোকান চালিয়ে খেতে পারব। আয়-রোজগার বাড়বে।”
ভাঙ্গা বাজারের ফলবিক্রেতা নুরুল ইসলাম মুন্সি সারাবাংলাকে বলেন, “আজকে বেচাকেনা বেশ ভালো। মানুষ বেশি আসছে, লোকের চাপ বেশি। আমার দোকানে ২০ শতাংশের মতো বিক্রি বেড়েছে।”
আরেক ফল বিক্রেতা ছাইদুল ফকির সারাবাংলাকে বলেন, “আজ এলাকায় গাড়ির চাপ বেড়েছে। প্রচুর মানুষ আসছে। এখন প্রতিদিনের ফল ঢাকা থেকে প্রতিদিন আনা যাবে। টাটকা ফল আসবে, দামও কম থাকবে। এতে বাজারে আগের চেয়ে কম দামে ফল বিক্রি করা যাবে।”
তবে মিষ্টির দোকানে দেখা গেল ভিন্ন চিত্র। সাহা মিষ্টি ভাণ্ডারের সুজিত সাহা সারাবাংলাকে বলেন, “আশেপাশের সব হোটেলে বিক্রি বেড়েছে। অনেকেই ঘুরতে এসেছে। তবে মিষ্টির দোকানে তেমন ক্রেতা বাড়েনি।”
চা-সিগারেট দোকানদার কুদ্দুস মিয়া বলেন, “আজকের সকালে অনেক ক্রেতা ছিল। বিক্রি ভালোই হচ্ছে। অন্যদিনের চেয়ে বিক্রি বেশি।” তবে আরেক চায়ের দোকানদার রিপন সংশয় প্রকাশ করে বলেন, “বিক্রি বেড়েছে কিনা তা এখনই বোঝা যাচ্ছে না। সকাল বেলা এমনিতেই কেনাবেচা ভালো থাকে।”
অনেকেই অবশ্য এখনই উপসংহার টানতে রাজি নন। ফ্লেক্সিলোডের দোকানদার জাহিদ বলেন, “আমরা ৯টায় দোকান খুলি। তুলনামূলক মানুষের আনাগোনা বেশি। তাই কিছু বিক্রি বেশি বলেই মনে হচ্ছে। তবে রাত নাগাদ বুঝতে পারব বিক্রি কতটা বেড়েছে।”
এদিকে, ভাঙ্গা বাজারে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল মাহমুদ বলেন, “পদ্মা সেতু চালু হওয়ায় এ এলাকায় মানুষের ঢল নেমেছে। আগের চেয়ে মানুষের চাপ বেশি। পদ্মা সেতু চালু হওয়ার আগে এখানে গাড়ির তেমন জটলা ছিল না, এখন রীতিমত যানজট তৈরি হয়েছে।”
সারাবাংলা/ইএইচটি/আইই