Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লা রেলস্টেশনে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ১৬:২৩

নারায়ণগঞ্জ: ফতুল্লায় সাকিব নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুন) রাত ১১টায় সদর উপজেলার ফতুল্লার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মারুফ মিয়া বাড়ির ভাড়াটিয়া ও শেখ রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় উদ্ধার খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এমও

কিশোর গ্যাং ছুরিকাঘাতে হত্যা ফতুল্লা রেলস্টেশন