Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করবে জি-৭

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২ ১৯:০৯ | আপডেট: ২৬ জুন ২০২২ ২০:২৭

বাম থেকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, ছবি: আলজাজিরা

রাশিয়ার সোনা আমদানিতে গ্রুপ অব সেভেনের (জি-৭) দেশগুলো নিষেধাজ্ঞা জারি করবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা।

ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্কে জয় পাওয়ার পর বোববার (২৬ জুন) দেশটির রাজধানী রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

জার্মানির বাভারিয়ান আল্পসে আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জি-৭ দেশগুলো একসঙ্গে রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ ঘোষণা করব। এটি রাশিয়ার অন্যতম রফতানি পণ্য, যা থেকে প্রচুর বৈদেশিক মূদ্রা আয় করে দেশটি।

আরও পড়ুন: সেভেরোডোনেটস্ক শহরের দখল নিল রাশিয়া

যুক্তরাজ্য প্রথমে এ পদক্ষেপ নিয়েছিল। এখন কানাডা, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ জি-৭’র সদস্য দেশগুলো যৌথভাবে তা বাস্তবায়ন করবে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, আগামী মঙ্গলবার (২৮ জুন) সোনা আমদানি নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জি-৭।

জি-৭ শীর্ষ সম্মেলন থেকে আলজাজিরার প্রতিনিধি জেমস বেস জানান, রোববারের প্রথম অধিবেশনে বিশ্ব অর্থনীতি এবং ‘খুব উদ্বেগজনক চিত্র’র উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। কারণ ইউক্রেনের সংঘাতের ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং জ্বালানির দাম বেড়েছে।

সারাবাংলা/এনএস

জার্মানি জি-৭ সম্মেলন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর