Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টায় পদ্মা সেতুর আয় ৮২ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ১৭:৪১

পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি

ঢাকা: সকাল ৬টায় খোলার কথা থাকলেও যানবাহনের চাপে কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয় পদ্মা সেতুর টোল প্লাজা। এরপর বিরতিহীনভাবে চলছে যানবাহন। প্রথম আট ঘণ্টার তথ্য বলছে, এই সময়ে ২৫ হাজার ২০০ যানবাহন অতিক্রম করেছে পদ্মা সেতু। আর এই সময়ে টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার টাকা।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার (২৬ জুন) সকালে যানচলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। এদিন বিকেল ৫টার দিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মনিটরিং) মো. আবুল হোসেন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলাকে আবুল হোসেন বলেন, আজ (রোববার) দুপুর ২টা পর্যন্ত বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কারসহ ১৫ হাজার ২২০টি যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। এই সময়ে টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।

তিনি জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়কে প্রথম শিফট ধরা হচ্ছে। আর দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে আরেকটি শিফট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টোল প্লাজা পদ্মা সেতু পদ্মা সেতুতে টোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর