Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন আপনারা দিচ্ছেন হুমকি আমরা কী করব?

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ২০:৩৪

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন। কিন্তু অপনারা হুমকি দিচ্ছেন সেতুতে না ওঠার জন্য। দাওয়াত দেবেন আবার সেতুতে উঠতে নিষেধ করবেন এখন আমরা কী করব?

রোববার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২২- ২৩ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনায় অংশগ্রহন করে তিনি এ কথা বলেন।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনে আমাদের মন খারাপ নয়, আমাদের মন ভালো, আমাদের অনেক উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, বড় বড় রাস্তা ঘাট হয়েছে। কিন্তু যারা হত্যা হয়েছে, ঘুম হয়েছে তাদের বিচার হয়নি। আদৌ কি বিচার হবে? প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এদিকে একটু নজর দিন।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেট ঋণ নেওয়ার বাজেট। এই বাজেট বাস্তবায়ন করতে হবে বৈদেশিক ঋণের পরিমাণ আরও বাড়বে। দেশের প্রায় ৬০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অভাব রয়েছে। তাই বাজেটের শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে শূন্য শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রয়োজন।’

হারুন আরও বলেন, ‘আমাদের দেশে গবেষণা অনেক কমে গেছে। আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে হাওর অঞ্চলে বিশাল বিশাল রাস্তা তৈরি করলাম। এখন পানি সরানোর জন্য বলা হচ্ছে রাস্তা কেটে দেওয়ার জন্য। গবেষণা কোথায় গেল?’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার যে উন্নতি হয়েছে তা কাগজে কলমে। কারিগরি শিক্ষার কোনো অগ্রগতি নেই। দক্ষ জনশক্তির জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে বলা হচ্ছে দেশে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু বাস্তবে আসলে এর চিত্র ভিন্ন। পরিমাণ খাদ্য শস্য আমদানি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান প্রি-বাজেট করতেন। এর মাধ্যমে আলাপ আলোচনা করে একটি ভালো পথ বের করা যাবে। এই কারণে আমি বলব সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে বাজেট ঠিক করতে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ পদ্মা সেতু বিএনপি হারুনুর রশীদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর