Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি সদস্য বাবলু হত্যার মূল আসামি হাকিমসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ২০:৪৮ | আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৫০

যশোর: বেনাপোল বালুন্ডা বাজারে ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম (৫০) ও তার সহযোগী আসানুরকে (২৬) গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। রোববার ভোরে (২৬ জুন) তাদেরকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

গত মঙ্গলবার (২১ জুন) রাত ১০টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুকে কুপিয়ে হত্যা করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ললিতাবাড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। তাদের যশোর কোর্টে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

সারাবাংলা/এমও

ইউপি সদস্য বাবলু হত্যা