Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ পরিবেশে দেখতে চায় অস্ট্রেলিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ২১:৩৮

জেরেমি ব্রুআর, ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশে দেখতে চায় বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২৬ জুন) সিইসি’র কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুআর সাংবাদিকদের কাছে তার এ প্রত্যাশার কথা জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেরেমি ব্রুআর বলেন, ‘সিইসি ও আমার মধ্যে খুব সুন্দর আলোচনা হয়েছে। খুব সময়োপযোগী আলোচনা হলো। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেই আমাদের দেশেও নির্বাচন হয়েছে। খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়ায় নেই, নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈশাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেরেমি ব্রুআর বলেন, ‘সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।’

সারাবাংলা/জিএস/এনএস

অস্ট্রেলিয়া জেরেমি ব্রুআর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর