Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদনের সুযোগ শেষ

স্পেশাল করেসপন্টেন্ড
২৬ জুন ২০২২ ২১:৫০

আ ক ম মোজাম্মেল হক, ছবি: সারাবাংলা

ঢাকা: নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) ছাড়া আরও কোনো মুক্তিযোদ্ধার আবেদন গ্রহণ করবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে দেশের বাইরে যারা বসবাস করছেন তারা আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২৬ জুন) নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন তারা আর মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করতে পারবেন না। তবে বীরঙ্গনারা আবেদন করতে পারবেন। বিদেশে বসবাসকারীরা আবেদন করতে পারবেন দূতাবাসের মাধ্যমে। সেজন্য আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে মুক্তিযোদ্ধাদের আবেদন নেওয়ার যে অনলাইন পেইজ ছিল সেটিও বন্ধ করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, যে সকল আবেদন জমা রয়েছে সেগুলো যাচাই বাছাই করে নিষ্পন্ন করার কাজ চলমান থাকবে।

উল্লেখ্য, গত ১৮ মে বীরঙ্গনা ছাড়া অন্য ক্যাটাগরির মুক্তিযোদ্ধার আবেদন নেওয়া বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। দেশে গেজেটধারী মুক্তিযোদ্ধাদের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন।

সারাবাংলা/জেআর/এনএস

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর