Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মা সেতু থেকে ফেলার হুমকি দেওয়ার জন্য মামলা করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ২২:৪৮

কিশোরগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি দেওয়ার জন্য ভবিষ্যতে মামলা দায়ের করা হবে। হত্যার হুমকি দেওয়া সহজ কথা নয়। দেশের প্রধানমন্ত্রীর কাছে এটা আশা করা যায় না।’

রোববার (২৬ জুন) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর ও ধনপুর ইউনিয়নে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহযোগিতায় এ দুটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষকে ত্রাণ হিসাবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘ব্যক্তি বিশেষকে খুশি করতে অপরিকল্পিত রাস্তা-ঘাট নির্মাণের কারণেই এ অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এর ফলে মানুষ দুর্ভোগে পড়েছে। একদিকে দেশের মানুষ যখন বন্যায় কষ্ট পাচ্ছে, তখন পদ্মা সেতু উদ্বোধনের নামে শত শত কোটি টাকা অপচয় করা হচ্ছে।’

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু।

সারাবাংলা/এমও

পদ্মা সেতু ফেলার হুমকি বিএনপি মামলা মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর